প্রকাশ্যে এক ভোটার কে টাকা দিচ্ছেন উখিয়া-টেকনাফে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তারের দুই সমর্থক।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার ঘটনা এটি, যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রবিবার পোস্ট করেছেন জনৈক জয়নাল জনি।
অথচ দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশন প্রদত্ত বিধিমালার ১ নম্বর নির্দেশনা অনুযায়ী, “কোন প্রার্থী বা তার পক্ষ হতে কোন ব্যক্তি নির্বাচনের সময় প্রকাশ্যে এমনি গোপনে কোন প্রকার অর্থ লেনদেন বা অনুদান প্রদান করতে পারবেন না।”
অপর দিকে উখিয়ার হলদিয়াপালংয়ে গত শুক্রবার রাত ১০টা পর্যন্ত চলে নৌকার সমর্থনে নির্বাচনী সভা।
নির্ধারিত সময় অতিক্রম হওয়ায় ঐ সভায় বক্তব্যে শাহীন আক্তারের স্বামী সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সাংবাদিকদের লাইভ না দিতে নিষেধ করেন।
এর আগে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা সহ বদিকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারপরেও তিনি আচরণ বিধি মানছেন না।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, ” নির্বাচনে আচরণ বিধি না মানলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সার্বক্ষণিক আমরা সবকিছু তদারকি করছি।
৪ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে
১৬ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে
২৮ দিন ৫৭ মিনিট আগে
৪৭ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে
৬০ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮৭ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১০৫ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে