কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই কিশোরকে ৫ দিন পর ছেড়ে দেওয়া হয়েছে।
পরিবারের সদস্যরা মুক্তিপণের ২ লাখ টাকা পরিশোধের পর রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এই ২ জনকে ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি জানিয়েছেন বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ।
অপহৃত ২ কিশোর হলেন— বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার জাগির হোসেনের ছেলে আবদুর রহমান (১৭) ও নোয়াখালী পাড়ার আলী হোসেনের ছেলে জোবাইর হোসেন (১৬)। দুই জনই একটি ফার্নিচারের দোকানের কর্মচারি।
বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ জানিয়েছেন, গত ২ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে এই দুই কিশোরকে অপহরণ করা হয়। সকালে কিশোরের পরিবারে ফোন করে দাবি করা হয় ১০ লাখ টাকা মুক্তিপণ। এরপর থেকে দফায় দফায় যোগাযোগের মাধ্যমে পরিবারের সদস্যরা ২ লাখ টাকা পৌঁছানোর পর রোববার সন্ধ্যায় এদের ছেড়ে দেওয়া হয়।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মশিউর রহমান জানান, বিষয়টি সম্পর্কে পরিবারের পক্ষে কেউ লিখিতভাবে জানাননি। এলাকার লোকজনের কাছে জানা গেছে ২ কিশোর ফিরেছে। তবে মুক্তিপণ প্রদানের বিষয়টি জানেন না তিনি।
৪ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে
১৬ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে
২৮ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে
৪৭ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
৬০ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে
৮৭ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
১০৫ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে