টেকনাফ শাহপরীর দ্বীপে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে মাদক কারবারীদের ফেলে যাওয়া পরিত্যক্ত ৭০হাজার ইয়াবার চালান জব্দ করেছে।
সুত্র জানায়,৯জানুয়ারি ভোর পৌনে ৬টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শাহপরীরদ্বীপ বিওপির জওয়ানেরা মায়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধ টহলদল দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে প্রায় ৫শ গজ দক্ষিণ-পূর্ব দিকে জালিয়াপাড়ায় গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধ এবং নাফনদীতে টহলরত নৌ টহলদল নৌকার আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর ২/৩জন ব্যক্তি একটি কাঠের নৌকা নিয়ে সীমান্তের শূণ্য লাইন হতে প্রায় ১.৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জালিয়াপাড়ায় নাফ নদীর তীরের দিকে আসতে দেখে। তখন বিজিবি টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা একটি ব্যাগ নদীতে ফেলে নৌকা হতে লাফিয়ে দ্রæত দৌড়ে ঘন কুয়াশায় পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল উক্ত স্থানে পৌঁছে তল্লাশী করে নাফ নদীতে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ৭০হাজার ইয়াবা উদ্ধার করে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, বিজিবি টহলদল উক্ত এলাকায় সকাল সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে কোন চোরাকারবারী বা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। ###
৪ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ১২ মিনিট আগে
১৬ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে
২৮ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
৪৭ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে
৬০ দিন ২২ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮৭ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
১০৫ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে