টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল প্রধান সড়কে অভিযান চালিয়ে ইয়াবা বোঝাই যাত্রীবাহী বাসসহ চালক-হেলপারকে গ্রেফতার করেছে। সুত্র জানায়,গত ১২জানুয়ারী বিকাল সাড়ে ৪টারদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি আভিযানিক দল যানবাহনযোগে মাদকের চালান বহনের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির পূর্ব সাতঘরিয়া পাড়ায় তাজ মোহাম্মদ ষ্টোর দোকানের সামনে প্রধান সড়কে কক্সবাজারগামী পায়রা সার্ভিস (কক্সবাজার-জ-১১-০২৩৬) বাসটি থামিয়ে বাসটি তল্লাশি করে ২জন সাক্ষীসহ বাসের সামনের বাম পাশের চাকার মটর্গাডে বিশেষ কায়দায় তৈরীকৃত হুকে চুম্বক দিয়ে লাগানো অবস্থায় ১০হাজার ও ড্রাইভিং সিটের বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৬হাজারসহ মোট ১৬হাজার উদ্ধার করে এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত পায়রা পরিবহন বাসটি জব্দ করা হয়। ঘটনাস্থল হোয়াইক্যং কাঞ্জর পাড়ার আব্দুর রহমানের পুত্র গাড়ির চালক মফিজুল আলম (৪৪) এবং উখিয়া উপজেলার বালুখালী ৯নং ক্যাম্পের ব্লক-এ/৫, এফসিএন-১১৪১২২ এর বাসিন্দা মৃত ছৈয়দ আহমদের পুত্র হেলপার হাবি উল্লাহ (৪১)কে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান,এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের এসআই তন্তুমনি চাকমা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত বাস ও ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ##
৪ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে
১৬ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে
২৮ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে
৪৭ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
৬০ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে
৮৭ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
১০৫ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে