টেকনাফ উপজেলা হতে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে চুসাটের উদ্যোগে ভর্তি প্রস্তুতি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর ২০২৪ ইং (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় উপজেলার হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ হলরোমে দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চুসাট এর একটি প্রতিনিধি দল মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে উপস্থিত হন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুসাট এর প্রাক্তন সভাপতি সাইফুল্লাহ মানছুর।
উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভর্তি ও সচেতনতা বিষয়ে আলোচনায় অংশ নেন চুসাট এর সভাপতি মোহাম্মদ রাশেল, সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবাইর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফারুক, অর্থ সম্পাদক হাফেজ কুতুব উদ্দিন, কলেজ ও স্কুল বিষয়ক সম্পাদক টিটু ধর আবির, প্রকাশনা সম্পাদক ওয়াহেদুল ইসলাম শাহিন, সদস্য মাসুদুর রহমান, আনোরুল ইসলাম, মঈন উদ্দিন, নাসিরুল ইসলামসহ মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় চুসাট সভাপতি মোহাম্মদ রাশেল এর বক্তব্যে শিক্ষার্থীরা মাদক ও দুর্নীতি থেকে নিজেদের বিরত রাখার শপথ নেন। সেই সাথে সমৃদ্ধ টেকনাফ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রসপেক্টাস ও অন্যান্য বই বিতরণ করা হয়। উক্ত কর্মশালা বাস্তবায়নে চুসাটকে Index university admission coaching বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং চট্টগ্রাম ব্রাঞ্চ সর্বাত্মকভাবে সহযোগিতা করেন।
আগামী ৫ সেপ্টেম্বর টেকনাফ সরকারি কলেজে চুসাট এর কর্মশালা অনুষ্ঠিত হবে।
১ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ২৯ মিনিট আগে
১৫ দিন ২২ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৫ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৮ দিন ১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭৫ দিন ১ ঘন্টা ১৫ মিনিট আগে
৯৩ দিন ১ ঘন্টা ৪২ মিনিট আগে
৯৩ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে