কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে শাহপরী হাইওয়ে থানার পুলিশ সদস্যরা।
আটক মাদক কারবারি রামুর ধেছুয়াপালং হাকিম আলী পাড়া গ্রামের মৃত মো. ছৈয়দের ছেলে ইমাম হোসেন ওরফে মো. মিজান।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের যৌথবাহিনীর পরিত্যক্ত চেকপোস্ট ঘরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহপরী হাইওয়ে থানার পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) নিরস্ত্র মাহাবুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিএন্ডটি এলাকায় অবস্থান নেয় শাহপরী হাইওয়ে থানার পুলিশ সদস্যরা। এসময় একটি সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি হতে নেমে এক যুবক হাতে শপিং ব্যাগ নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
তিনি জানান, আটকের পর তার ব্যাগ তল্লাশি চালানো হয়। এ সময় অতিকৌশলে বাধা অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক মাদক কারবারি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৩ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৮ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ৯ মিনিট আগে
১৮ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে
১৮ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে