কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের গোলাগুলিতে প্রতিবন্ধী নিহতের ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ৭ নং ক্যাম্পের ব্লক-ডি/০১ এর হাফেজ আহমদের ছেলে মোতালেব-২২ ও ক্যাম্প-০৮ ইস্টের বি/৮২ ব্লকের নবী হোসেনের ছেলে জুনায়েদ-১৯৷
রোববার নিহত মোহাম্মদ রফিকের পিতা শামসু আলম বাদী হয়ে উখিয়া থানায় ২ জনের নাম উল্লেখ করে ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এর আগে শনিবার রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের গোলাগুলিতে প্রতিবন্ধী নিহত হয়৷
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেইন জানান, রোহিঙ্গা ক্যাম্পে শনিবার রাতে বাকপ্রতিবন্ধী মোহাম্মদ রফিক কে গুলি করে হত্যার ঘটনায় রোববার ২ জনকে আসামি করে ২০-২৫ জন অজ্ঞাতনামা আসামী করে মামলা করেছে নিহতের পিতা৷ এ ঘটনার সাথে সম্পৃক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ অন্যান্য আসামীদের ধরতে অভিযান চলমান আছে৷
৩ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৮ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ৯ মিনিট আগে
১৮ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে
১৮ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে