বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা কমিটি গঠন করা হয়েছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে থানায় আওয়ামীলীগ নেতার অভিযোগ পীরগাছায় হেযবুত তওহীদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা!

৯ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে জিতল বাংলাদেশের মেয়েরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-05-2023 04:33:35 pm

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে এটাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় বাংলাদেশের। 


৮ বলে প্রয়োজন ছিল ১৮ রান। চামারি আতাপাত্তুকে ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফ দিয়ে ছক্কা মারলেন নিগার সুলতানা। পরের বল সুইপ করে পাঠালেন ফাইন লেগ সীমানায়। সমীকরণ চলে এল হাতের নাগালে। পরে শেষ ওভারে নিগারের আরেক সুইপ শটেই নিশ্চিত হলো জয়।


১৪৬ রানের লক্ষ্য এক বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে নিগারের দল। দারুণ ফিফটিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নিগার। চার নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেছেন ৭৫ রান। ৫১ বলের অধিনায়কোচিত ইনিংস সাজিয়েছেন ৭ চার ও ২ ছয়ে।


টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। ২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে ১৪২ রান তাড়া করে চ্যাম্পিয়ন হয়েছিলেন সালমা খাতুন, রুমানা আহমেদরা।


রান তাড়ায় বাংলাদেশের শুরুটা তেমন ভালো ছিল না। পাঁচ ওভারের মধ্যে ফিরে যান দুই ওপেনার। শামিমা সুলতানা করেন ৫ রান। অভিষিক্ত রুবাইয়া হায়দার ৯ রান করতে খেলেন ১৬ বল।


সোবহানা মুস্তারিকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেন নিগার। দুজন মিলে ৪০ বলে ৫১ রান যোগ করেন। যেখানে বড় অবদান রাখেন অধিনায়ক নিগারই।


দ্বাদশ ওভারে ওশাদি রানাসিংহেকে ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে স্টাম্পড হন সোবহানা। ১ চারে ২৪ বলে করেন ১৭ রান। তখনও জয়ের জন্য ৫৩ বলে প্রয়োজন ছিল ৭২ রান।


এরপরই রিতুকে নিয়ে রানের গতি বাড়াতে শুরু করেন নিগার। নিয়মিত বাউন্ডারির পাশাপাশি এক-দুই রান নিয়ে গড়েন দারুণ এক জুটি। স্রেফ ৩৮ বলে আসে জুটির পঞ্চাশ। ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করতে কেবল ৩৬ বল খেলেন নিগার। যেখানে ছিল ৬ চারের সঙ্গে একটি ছয়।


দুই ওভারে ২৫ রানের সমীকরণে আতাপাত্তুকে চার মারেন রিতু। শেষ দুই বলের চার-ছয়ে ম্যাচ নিজেদের হাতে আনেন নিগার। শেষ ওভারের প্রথম বলে দারুণ স্কয়ার ড্রাইভে চার মেরে জয় আরও সহজ করেন রিতু।


তবে শেষ পর্যন্ত থাকতে পারেননি তিনি। ৩ বলে ১ রান বাকি থাকতে অযথাই তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে রান আউট হন রিতু। ভীষণ কার্যকরী ব্যাটিংয়ে ২৩ বলে ৩৩ রান করেছেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। ৪টি চারে সাজিয়েছেন নিজের ইনিংস।


নিগারের সঙ্গে তার জুটির সঙ্গে তার জুটির সংগ্রহ স্রেফ ৫০ বলে ৭১ রান। পঞ্চম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এটি।


রিতু ফিরে গেলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন নিগার।