লঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র মিলছে না তাসকিন আহমেদের। বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র মঙ্গলবার (২৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।
বোর্ডের সেই কর্তা বলেন, ‘তাসকিন টানা খেলার ভেতর আছে। সামনে আমাদের দুটো গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। সেগুলোর জন্য ওকে নিয়ে আমরা রিস্কে যেতে চাচ্ছি না। আর পেসারদের তো সবসময় ইনজুরির একটা শঙ্কা থাকেই।’
তিনি আরও বলেন, ‘ওকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যে কারণে আমরা এই মুহূর্তে ওকে এনওসি দেয়ার পক্ষপাতি না।’
এদিকে তাসকিন ছাড়পত্র না পেলেও এলপিএলে খেলার জন্য বোর্ডের সবুজ সংকেত পেয়েছেন তাওহীদ হৃদয়।
বোর্ডের সেই সূত্র বলেন, ‘হৃদয়কে আমরা ছাড়পত্র দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। ও ছাড়পত্র পাবে।’
সেই হিসেবে এবারের এলপিএল খেলতে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যাচ্ছেন কেবল সাকিব আল হাসান, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ মিঠুন। সূত্র: আরটিভি।
১৯ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
২০ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৪ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে
২৫ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
২৫ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৯ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৬ দিন ২১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৯ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে