শিক্ষিত বেকারেরা দেশের জন্য বোঝা হয়ে গেছে : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহামুদ লাখাইয়ে আলখিদমা রক্তদান সোসাইটির ফ্রী ব্লাডগ্রুপ টেস্ট কর্মসূচী। লাখাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ। চিলমারীতে বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে বিশেষ নামাজ আদায় পাবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুত সম্পন্ন বাংলাদেশের ব্যাপক উন্নতি দেখে আমরা এখন লজ্জিত হই : পাক প্রধানমন্ত্রী জিম্বাবুয়ে সিরিজ ও ডিপিএলে খেলবেন সাকিব আগামী ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে অ্যাসেম্বলি ক্ষেতলালে চেয়ারম্যান প্রার্থী নাজ্জাসী চৌধুরীর ছয় দফা অঙ্গীকার নালিতাবাড়ী থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ দুইজন গ্রেফতার টিকটক করে তদন্ত কমিটির সম্মুখীন হচ্ছে বশেমুরবিপ্রবির এক কর্মচারী বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন শেরপুরের ঝিনাইগাতীতে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার, আটক-১ হোয়াইক্যংয়ে মানুষ-হাতি দ্বন্ধ নিরসনে সচেতনতা সভা অনুষ্ঠিত র‌্যাবের অভিযানে মাদক মামলার পরোয়নাভুক্ত দুই আসামী গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ টেকনাফে চালক মোস্তাককে খুন করে টমটম ছিনতাই মামলার ৬আসামী গ্রেফতার ; টমটম উদ্ধার অবৈধ রেশন বাণিজ্যকে কেন্দ্র করে রোহিঙ্গা নেতা খুন: নেপথ্যে আরসা রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্য নিরাপত্তাহীনতা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা উদ্ধার

এল আর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


জমকালো আয়োজনের মধ্য দিয়ে বানিয়াচংয়ের ঐত্যিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান লোকনাথ রমন বিহারী (এল আর ) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।


এ উপলক্ষ্যে শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে সুফিয়া মতিন মহিলা কলেজ,গ্যানিংগঞ্জ বাজার হয়ে গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় এসে শেষ হয়।  র‌্যালিতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও বর্তমান শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।


পরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সুচনা করেন বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) নির্বাচনী আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।


এল আর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নূরুল ইসলাম ইয়ার খানের সভাপতিত্বেও যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান ও প্রাক্তন ছাত্র ব্যারিস্টার এনামুল হোসেন খানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ও অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তপন কুমার বিশ্বাস,উপদেষ্টা ও অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান।


প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন,বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমাকে দাওয়াত করে প্রধান অতিথি করায় বিশেষ করে সংগঠনের সভাপতি নুরুল ইসলাম ইয়ার খানের প্রতি কৃতজ্ঞতা জানাই।


এমপি মজিদ খান আরো বলেন,আমি যদিও এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম না তবুও এই বিদ্যালয়ের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। এই বিদ্যালয়ের অনেক সুনাম শুনেছি। বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখার জন্য সংগঠনের সবাইকে এগিয়ে আসা দরকার। আমি বিশেষ করে অভিনন্দন ও ধন্যবাদ জানাই এই সংগঠনের সভাপতিসহ সবাইকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রকল্যান পরিষদের সহসভাপতি বিপুল ভুষন রায়।


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,অবসরপ্রাপ্ত উপ-সচিব,লেখক ও গবেষক ড.শেখ ফজলে এলাহী বাচ্চু,বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা: মো: জমির আলী ও অ্যাডভোকেট সুদীপ কান্তি বিশ্বাস,ডা: মো: জমির আলীর সহধর্মিণী তাহমিনা বেগম গিনি।


সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন আব্দুল মালেক এজাজ। সাংগঠনিক বৃত্তান্ত তুলে ধরেন সংগঠনের সহ-সভাপতি কবির মিয়া ও শোক প্রস্তাব পেশ করেন ছাত্রকল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ছায়েব আলী।


এল আর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে অত্র বিদ্যালয় থেকে বিগত ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ প্রাপ্ত ৯জন কৃতি ছাত্রদের হাতে সম্মাননা সনদ,ক্রেস্ট ও আর্থিক সম্মানি তুলে দেন সংগঠনের সভাপতি,প্রধান অতিথিসহ অনুষ্ঠানে আসা অন্যান্য অতিথিবৃন্দ।


অনুষ্ঠানের এক ফাঁকে এল আর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ম্যাগাজিন “স্মরণিকা-২০২২ এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপিসহ অন্যান্য অতিথিরা। পরে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন তারা।


আলোচনা সভায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মামুনুর রশীদ,হাবিবুর রহমান,আতাউর রহমান,আবু মিয়া,নজরুল ইসলাম প্রমুখ।


আলোচনা সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামাপ্রসাদ বিশ্বাস রতন, বর্তমান প্রধান শিক্ষক জাকির হোসেন, বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ।


অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ শাহরিয়ার নাফি ও গীতা পাঠ করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ভানু চন্দ্র চন্দ।


বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক আমার হবিগঞ্জ।

Tag
আরও খবর



deshchitro-661fba26815ce-170424060142.webp
রাজশাহী কলেজে মুজিবনগর দিবস উদ্যাপন

৮ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে