◾ স্পোর্টস ডেস্ক
বিপিএলে দারুণ পারফরম্যান্সের সুবাধে অনেকের ধারণা ছিল ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পাবেন নাসির হোসেন।
তবে বুধবার ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি নাসির। ঠিক কি কারণে জায়াগা হয়নি সে উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, 'কিছু কিছু প্লেয়ারকে বিবেচনা করা হয়েছে প্লেস বাই প্লেস। সেই হিসেবে মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, লেট অর্ডার বলেন, অনেক চিন্তাভাবনা করেই দলটা তৈরি করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে ও (নাসির) সুযোগ পায়নি। সামনে অনেক খেলা আছে, পারফর্ম করলে কেউ চোখের আড়াল হবে না।’
নান্নু জানালেন, অনেক কিছুই এবার আলোচনা হয়েছে। টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক। আমরা যেকোনো একটা ফরম্যাটে ওই খেলোয়াড়কে যদি দরকার হয় অবশ্যই তাকে তৈরি করা হবে।'
এদিকে বিপিএলে ৪২৫ রান করে প্রায় ৮ বছর পর আবারো রনি তালুকদার ফিরেছেন জাতীয় দলে। তবে তার ফেরার ক্ষেত্রে শুধু পারফরম্যান্স নয়, ফিটনেসও বড় ভূমিকা রেখেছে বলে জানালেন নান্নু।
তিনি বলছিলেন, 'বয়স কোনো বিষয় নয়, এখানে মূল ব্যাপার হচ্ছে ফিটনেস। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখন। আন্তর্জাতিক ক্রিকেটে এত বেশি ম্যাচ হয়, প্রতি মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থাকে। সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটও আছে। তাই ফিটনেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।'
১১ দিন ২ ঘন্টা ০ মিনিট আগে
১২ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৫ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে
১৬ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১৬ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
২১ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৮ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে
৩১ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে