বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৭ ওভারে আয়ারল্যান্ডকে ২০৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ। বুধবার (২৯ মার্চ) সিরিজের ২য় টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারনে দেরিতে শুরু হয়। ৩ ওভার কমিয়ে ম্যাচ চলে আসে ১৭ ওভারে।
টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।বৃষ্টি থামার পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আরেকবার চার-ছক্কার বৃষ্টি শুরু করেন লিটন-রনি। পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়ে তোলেন ৮৩ রান ।
বেনজামিন হোয়াইট এর বলে ক্যাচ আউট হয়ে ফেরার আগে রনি তালুকদার খেলেন ২৩ বলে ৪৪ রানের এক অনবদ্য ইনিংস। যার মধ্য ছিলো তিনটি চার ও দুইটি ছয়।৪১ বলে ৮৩ রান করে ১১.৬ বলে টাকারের বলে ক্যাচ আউট হন লিটন কুমার দাস। এছাড়া সাকিবের অপরাজিত ৩৮ রান তাওহীদ হৃদয়ের ২৪ রানের কল্যানে নির্ধরিত ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ২০২ রান।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে ইতোমধ্যে এগিয়ে রয়েছে সাকিব আল হাসানের দল। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে টিম টাইগার্সের।
◾বাংলাদেশ একাদশ
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
◾আয়ারল্যান্ড একাদশ
মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।
২০ দিন ৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
২১ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৫ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে
২৬ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
২৬ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩০ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৭ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে
৪০ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে