মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এসএসসি, দাখিল ও কারিগরি ২০২২ পরীক্ষায় শ্রীমঙ্গল উপজেলায় ৫টি কেন্দ্রে অংশগ্রহনকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪,৬১৭ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৬০ জন এবং ছাত্রী ২ হাজার ৫৫৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪ হাজার ৫৬৮ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৩৫ জন এবং ছাত্রী ২ হাজার ৫২৯ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫৩ জন (ছাত্র ২৬ জন, ছাত্রী ২৭ জন) পরীক্ষার্থী।
এসএসসি পরীক্ষায় শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৪৪৫ জন। এর মধ্যে ছাত্র ৪১৩ জন এবং ছাত্রী ১ হাজার ৩২ জন। এ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ১৬ জন শিক্ষার্থী। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ১৩৬ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ১১৩ জন এবং ছাত্রী ১ হাজার ২৩ জন। এ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২২ জন শিক্ষার্থী। ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৭০২ জন। এর মধ্যে ছাত্র ৩০৪ জন এবং ছাত্রী ৩৯৮ জন। এ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৫ জন শিক্ষার্থী। দাখিল পরীক্ষায় শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ২৯১ জন। এর মধ্যে ছাত্র ১৮৭ জন এবং ছাত্রী ১০৪ জন। এ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৬ জন শিক্ষার্থী। মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষার্থী ছিলেন ৪৩ জন। এ কেন্দ্রে সবাই ছাত্র। এ ৪৩ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ৪ জন। উপজেলায় মোট ৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো শ্রীমঙ্গল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, ভূনবীর দশরথ স্কুল এন্ড কলেজ, মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় (কারিগরি) এবং শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা।
বৃহস্পতিবার পরীক্ষা শুরুর পর সরেজমিনে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীরা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. জহির আলী-বলেন, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র কোড ৫০১) মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৪৪৫ জন। এর মধ্যে ছাত্র ৪১৩ জন এবং ছাত্রী ১ হাজার ৩২ জন। এ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ১৬ জন শিক্ষার্থী। তিনি আরো জানান, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মনাই উল্লাহ উচ্চ বিদ্যালয় এবং উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন বলেন, শ্রীমঙ্গল উপজেলায় এসএসসিও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।