মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ডের উপকারভোগীরা দেওয়ানবাড়ী স্কুলের সামনে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্যসামগ্রী ক্রয় করেন। উপকারভোগী প্রত্যেককে ৪২০ টাকায় ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল এবং ১ কেজি করে চিনি দেওয়া হয়।
স্বল্পমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি কার্যক্রম উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হানিফ মিয়া।
নিয়োগপ্রাপ্ত ডিলার টি চয়েচ এন্টার প্রাইজ এর মাধ্যমে উপকারভোগীরা সুশৃংখলভাবে দাঁড়িয়ে পণ্য কিনতে দেখা গেছে। শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের ৫৯১টি পরিবার ও ৩নং ওয়ার্ডের ৪২৫টি পরিবারের মধ্যে এসব পণ্যসামগ্রী বিক্রয় করা হয়। জানা যায়, শ্রীমঙ্গল পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ২ হাজার ৮০৭টি পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিবিসিবির এসব পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন উপকারভোগীরা।
৬ ঘন্টা ৩ মিনিট আগে
১০ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে