চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) প্রধান প্রকৌশলী(ভারপ্রাপ্ত) ও প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে(ভারপ্রাপ্ত) মারধরের অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মুন্সির বিরুদ্ধে।তিনি সিক্সটি নাইন গ্রুপের( আ.জ.ম নাসিরউদ্দিন) অনুসারী বলে জানা গেছে।
মারধরের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদস্বরুপ প্রায় ৩ ঘন্টা ক্যাম্পাসে পানি,বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ রাখে প্রকৌশল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
রবিবার(২৭ আগস্ট) কাটা পাহাড় রাস্তায় মারধরের শিকার ও লাঞ্ছিত হন বলে অভিযোগ করেন প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর ফজল। অন্যদিকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবদুর রাজ্জাকের সাথে কথা বলে জানা যায়,রাজু মুন্সি আমার কাছে ১০০০০ টাকা চাঁদা দাবি
ইতোমধ্যে ঘটনার বিচার চেয়ে উপাচার্য ও রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর ফজল ও নিরাপত্তা কর্মকর্তা শেখ মো. আবদুর রাজ্জাক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ বলেন,তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ‘উপাচার্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
৩০ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
৩৭ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৫৯ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৭৭ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৯৭ দিন ১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯৯ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
১০০ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১০৫ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে