জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী পরিচালিত ধ্বংসাত্মক কর্মকান্ড এবং নির্বাচন প্রক্রিয়ায় বিদেশীদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।
বক্তাদের মধ্যে জনাব মাসুদ বলেন আপনারা দেখছেন দেশনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া দেশের উন্নয়নের রোল মডেল হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করছে,যখন নির্বাচনের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়,ঠিক সেই সময়ে কিছু সংগঠন ও বিদেশী চক্র দেশের সংবিধানের বিপক্ষে কাজ করছে।
প্রফেসর ড.আলাউদ্দিন বলেন-আমরা পাঁচ বছর পরে উৎসব মুখরিত পরিবেশে ভোট দেই,আজকের জনসাধারনের উপর বিএনপির এই নৈরাজ্যকর পরিস্থিতি সাধারণ জনগণ মেনে নেবে না।
প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন বলেন-মানববন্ধন করার জন্য শিক্ষক সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় নির্বাচনের দিকে যখন এগিয়ে যাচ্ছে জাতি, ঠিক তখন ধ্বংসাত্মক কাজ করছে কিছু রাজনৈতিক সংগঠন। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা করছেন,জিডিপিতে উন্নয়ন, এছাড়া করোনাকালীন সময়েও দেখেছি উন্নয়নের ধারা অব্যাহত ছিল বিধায় সংগত কারনে আমরা শিক্ষক একত্র হয়েছি।আমরা ধ্বংসাত্মক কাজের নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের উচিত।
প্রতিবাদ করা,তাই দাঁড়িয়েছি।
প্রফেসর ড. লায়লা খালেদা বলেন আমরা জানি আমাদের বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল,যেটা করোনাকালে ছিল এখনো আছে।আজকে যারা হরতালের নামে জঘন্য কাজে নিয়োজিত তাদের তীব্র নিন্দা জানাচ্ছি। কিছু বিদেশি তাদের উৎসাহ দিচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
জনাব মোহাম্মদ আলী(সিন্ডিকেট সদস্য) আমাদের দাবি অগ্নিসন্ত্রাস বন্ধ করতে হবে।আমরা কি করবো না করবো বাংলাদেশের মানুষ সীদ্ধান্ত নিবে,হত্যাকান্ডকে প্রশ্রয় দেব না।রাজনৈতিক কথা টেবিলে বসে হবে।
প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য বলেন আমাদের সহকর্মীগণ বলে গেছেন,আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো বিশ্ববিদ্যালয় যাতে হরতালের কারনে বন্ধ না হয়।এখন আর ২০১৩-১৪ নেই,এখন উন্নয়নের দেশ,দেশে যারা চুরি করেন, এসিতে বসে থাকেন,তারা দেশের ক্ষতি চায়।তিনি সবাইকে শেখ হাসিনার দর্শন চর্চা করতে বলেন।প্রফেসর ড.
সিকন্দর বলেন- আমরা আজকে শিক্ষক সমিতির ডাকে মানববন্ধন করছি,বিশ্ববিদ্যালয়ে অনেক বিভাগে পরীক্ষা হচ্ছে। আমাদের শিক্ষকদের আজকে সেখানে থাকার কথা কিন্তু বাধ্য হয়ে আসতে হলো এখানে।তিনি বলেন বিএনপি নির্বাচনে আসবে না,করতেও দেবে না,প্রতিদিন হরতালের কারনে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ।
প্রফেসর ড.মোস্তাফিজুর রহমান সিদ্দিকী (সভাপতি শিক্ষক সমিতি) আমরা অনেকদিন থেকে দেখছি গনতান্ত্রিক ধারা অব্যাহত আছে,এটা নষ্ট করতে চায়,এই বিদেশিরা একাত্তরেও যে কাজ করেছে এখনে তারা করছে।
৩০ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৭ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে
৫৯ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭৭ দিন ১৬ ঘন্টা ২৫ মিনিট আগে
৯৭ দিন ১৬ ঘন্টা ১০ মিনিট আগে
১০০ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১০৫ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে