সেভেন সিস্টার্স নিয়ে কী বলেছেন ড. ইউনূস, ভারতে তোলপাড় কেন? বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর-দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফারুক ফাউন্ডেশনের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালপুরে সংঘর্ষের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে মামলা, আটক ৭ এপ্রিলে ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা, ঘূর্ণিঝড়ের শঙ্কা সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু। পীরগাছায় তাম্বুলপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে নামাজ আদায় করেন এমদাদুল হক ভরসা আনন্দ বাজারে ফারুকের দোকানে আগুন কুলিয়ারচর ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তি নিহত গোয়ালন্দ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট জয় করতে যাচ্ছেন ইকরামুল রামু গুলিতে যুবক নিহত অভিযুক্ত চাচাতো ভাই পলাতক রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা ঝিনাইগাতীর ডেফলাই গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই চুরির পর মালিককে চোরের ফোন :ক্যাশে এত কম টাকা রাখছেন কেন? ঈদগাহে মাইক বাজানো নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২০ বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

শিক্ষার্থীদের তোপের মুখে রাজশাহী কলেজ অধ্যক্ষর ফি কমানোর আশ্বাস

রাজশাহী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের ফি'র পরিমাণ অন্যান্য সরকারি কলেজের তুলনায় কয়েকগুণ বেশি নেওয়ার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে ফি কমানোর আশ্বাস দিয়েছেন কলেজ অধ্যক্ষ। 


বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১ টায় রাজশাহী কlলেজের  প্রশাসন ভবনের সামনে ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি ধার্য করার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।


বিক্ষোভ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, অন্যান্য সরকারি কলেজের তুলনায়  রাজশাহী কলেজ অতিরিক্ত ফি আদায় করছে। এর পরিপ্রেক্ষিতে আমরা কয়েকদিন হতে এর প্রতিবাদ করে আসছি। কিন্তু তারপরও কলেজ প্রশাসনের পক্ষ থেকে আমাদের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে আজকে আমরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। 


এছাড়া শিক্ষার্থীরা আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত না নিলে তারা কঠোর আন্দোলন করার ঘোষণা দিতে বাধ্য হবেন।


বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষর কার্যালয়ে ঢুকে বিভিন্ন স্লোগান ও ফি কমানোর দাবি জানাতে থাকেন। শিক্ষার্থীরা এসময় কলেজ অধ্যক্ষর কাছে জানতে চাই কেনো কলেজ প্রশাসন এতো ফি নিচ্ছে এবং কোন কোন খাতে খরচ দেখিয়ে ফি নির্ধারণ করা হয়েছে সেগুলো কিভাবে খরচ হয় তা সম্পর্কে জানতে চাওয়া হয়।


এ সময় কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে কয়েকজন ছাত্র প্রতিনিধি নিয়ে আলোচনায় বসার কথা জানান। অধ্যক্ষর এমন কথায় শিক্ষার্থীর ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন সবার সাথে বসেই আলোচনা করতে হবে। পরবর্তীতে  অধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন।


আলোচনা সভায় উপস্থিত ছিলেন,  রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির), রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল ও ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দসহ কলেজে সাধারণ শিক্ষার্থীরা।


উল্লেখ্য এর আগে রাজশাহী কলেজ প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ফরম পূরণ চলবে। পরদিন আরেকটি বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক ফি নির্ধারণ করে দেওয়া হয়। সেখানে দেখা যায়, রাজশাহী কলেজের প্রায় সবগুলো  বিষয়ে ৭,৫৯১ টাকা থেকে ৯,১৭১ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হয়েছে।

‎অন্যদিকে, রংপুর কারমাইকেল কলেজে একই কার্যক্রমের জন্য ফি ৪,২৭৫ থেকে ৪,৭৫০ টাকার মধ্যে রাখা হয়েছে। এছাড়া রাজশাহী সরকারি সিটি কলেজেও ১,৮০০ থেকে ২,০০০ টাকা কম নেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন।

আরও খবর