আমরা হাসিনার বিপক্ষে না, যাদের মধ্যে হাসিনার মতো ফ্যাসিবাদের চরিত্র ফুটে উঠবে আমরা তাদের বিপক্ষে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় রাজশাহী কলেজের রবীন্দ্র-নজরুল চত্বরে ২৫০ জনের মাঝে কুরআন বিতরণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, আমরা হাসিনার বিপক্ষে না, কিন্তু যারা তার মতো ফ্যাসিবাদের চরিত্র ধারণ করবে, আমরা তাদের বিপক্ষে। মানবসৃষ্ট কোনো মতবাদ কখনো সম্পূর্ণ ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। কুরআনের আদর্শের মাধ্যমেই শুধু মাত্র প্রকৃত শান্তি ও সুবিচার সম্ভব।
তিনি আরও বলেন, ১৯৮২ সালের মতিহারের চত্বরে যারা আমাদের হত্যা করে ভেবেছিল ছাত্রশিবির নিঃশেষ হয়ে যাবে, ইসলামের কথা বলার কেউ থাকবে না তারা ভুল প্রমাণিত হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রজন্ম দেখিয়ে দিয়েছে, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর লোক আজও আছে। যারা ন্যায়ের পথে অবিচল থাকে তারা কখনো নিঃশেষ হয়ে যায় না।
এ সময় তিনি উপস্থিত সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা যদি সত্যিকার অর্থে জুলাইয়ের চেতনা ধারণ করতে চান, যদি বীর শহীদদের রক্তের ঋণ শোধ করতে চান, তবে কুরআনকে ধারণ করে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করুন। তবেই শহীদ আলী রায়হান, আবু সাঈদ শান্ত, মুগ্ধদের আত্মা শান্তি পাবে।
এ সময় রাজশাহী মহানগর শিবিরের সেক্রেটারি ইমরান নাজির তার বক্তব্যে শিবিরের আয়ের উৎস সম্পর্কে বলেন, শিবিরের আয়ের উৎস শিবিরের সংবিধানের ৩৬ নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে এবং যারা শিবিরের আয়ের উৎস সম্পর্কে জানতে চেয়েছে আমি আজ তাদের আয়ের উৎস সম্পর্কে জানতে চাই। তারা তাদের সংগঠনের উপার্জন কিভাবে করে থাকে?
তিনি আরো বলেন , বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে যারাই নিজেদের বাংলাদের স্বত্বাধিকার বলে দাবি করেছে তারাই এদেশে সব থেকে বেশি জুলুম করেছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এদেশের মাটি ও মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলামী ছাত্রশিবির সর্বদা সচেষ্ট ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
রাজশাহী মহানগর শিবিরের সভাপতি সামীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের তথ্য ও ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদী। অনুষ্ঠানে বক্তারা ইসলামী আদর্শ ও কুরআনের শিক্ষার মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং ছাত্রসমাজকে ইসলামের সঠিক পথ অনুসরণের আহ্বান জানান।
১১ দিন ২ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
১৪ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে
১৫ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে
২০ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে
২০ দিন ৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
২০ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে