অনেক জল্পনাকল্পনা শেষে ডিএপিএফসিএল ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নিবার্চন ২০২৩ অনুষ্ঠিত হয়।
গত ২৭ তারিখ রোজ (বৃহস্পতি) রাঙ্গাদিয়া সিইউএফএল মোহনা বাজার সংলগ্নে জমজমাট পরিবেশে সকাল ৮ ঘটিকা হতে ভোট কার্যকর আরম্ভ হয়। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিত বাড়তে থাকে।
উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হোন মোঃ মোহাম্মদ শাহজাহান চৌধুরী (ছাতা)। কার্যকরী সভাপতি মোহাম্মদ রেজাউল করিম সুমন (হাতপাখা)। সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস (বই)। সাধারণ সম্পাদক পদে মোঃ ইসমাইল (দোয়াতকলম)। যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দ (হাতুড়ি) । সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈন উদ্দীন (আপেল) । প্রচার সম্পাদক মোঃ পারভেজ (মাইক)। দপ্তর সম্পপদ পদে মোঃ রুবেল । সদস্য মিন্টু মিয়া (বাঘ)। সাংগঠনিক সম্পাদক পদে একক প্রাপ্তি হওয়ায় মুহাম্মদ মনজুরুল আলম এবং অর্থ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ আলম একক ভাবে নির্বাচিত হন ।
রাত ১০টার সময় ভোট গগনা শেষ হলে নিবার্চন চেয়ারম্যান মোঃ জানে আলাম বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি আরো জানান, ভোটারদের সুষ্ঠ নিবার্চন উপহার দিতে পেরে অনেক খুশি। আশা করছি বিজয়ী প্রার্থীরা তাদের শ্রম ও মেধা দিয়ে শ্রমিকদের অধিকার আদয়ের একতাবদ্ধ হয়ে কাজ করবে। প্রশাসনকে সহযোগিতা করার জন্য ডিএপিএফসিএল ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানায়।