দেশব্যাপী বিএনপি জামাতের ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার রুবেল এর নেতৃত্বে কর্ণফুলী কলেজ বাজার এলাকায় এ কর্মসূচী করা হয়। এতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে কলেজ বাজার থেকে বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্রসিং মোড়ে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এছাড়া ছাত্রলীগ কর্মীরা দক্ষিণ জেলার প্রধান প্রধান সড়কে অবস্থান ছিলেন। সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার রুবেল বলেন,বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সন্ত্রাসও নৈরাজ্য সৃষ্টি করছে। জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব। আনোয়ারার -কর্ণফুলী অভিভাবক আমাদের নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ওনার আনোয়ারায় কোন সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে তার জন্য আমরা জনগনকে সাথে নিয়ে মাঠে থাকবো।এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের বিভিন্ন উপজেলা, পৌরসভা, থানা ও কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
৫ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
১২৩ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩০৫ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে
৪৫৯ দিন ১৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৭২ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে
৪৯৫ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে