প্রথম ধাপে বুধবার অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আনিছুর রহমান ঘোড়া প্রতীকে ৩০ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ তৌহিদুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৮৮৭ ভোট।
বুধবার (০৮ মে) রাত ১০টার দিকে উপজেলা কনফারেন্স রুমে প্রজেক্টের মাধ্যমে মোট ৪১টি কেন্দ্র থেকে পাওয়া ভোটের বেসরকারি ফলাফল ঘোষণা হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত আটোয়ারী উপজেলার ছয়টি ইউনিয়নের ৪১ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ১১ হাজার ৭৬২ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ছিল ৫৬ হাজার ২৬০ জন ও মহিলা ভোটার সংখ্যা ৫৫ হাজার ৫০২ জন।
সহকারী রিটার্নিং অফিসার জানান, নির্বাচন সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে নির্বিঘ্নে। মাঠে তৎপর ছিল প্রশাসন ও নির্বাচন কমিশন।
অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে মোঃ সেলিম মোর্শেদ টিয়া পাখি প্রতীকে ৩২ হাজার ৮৩২ ভোট, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোছাঃ লুৎফা বেগম কলস প্রতীকে ২৩ হাজার ৬৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন, ভাইস-চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পাঁচজনসহ মোট নয় প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নয়টি পদে মোট ৫২.০৭ শতাংশ ভোট পড়েছে।
২১ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৬৭ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
৮৩ দিন ১৮ ঘন্টা ১১ মিনিট আগে
৮৩ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে
১৩৭ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭৪ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
১৭৭ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৭৮ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে