পঞ্চগড়ের আটোয়ারীতে ষষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মে মাসের মাসিক সমন্বয় সভায় অংশ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন।
নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান এ সভায় সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা ও পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য নাজমুজ্জামান ভুঁইয়া (মুক্তা), উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সেলিম মোর্শেদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লুৎফা বেগমসহ উপজেলার ইউপি চেয়ারম্যানরা ও সকল দপ্তরের কর্মকর্তারা। সভায় অ্যাডভোকেট আনিসুর রহমান তাঁর বক্তব্যে আটোয়ারী উপজেলার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
সভার শুরুতে উপজেলা পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে দায়িত্বভার গ্রহণপত্রে স্বাক্ষর করান এবং ভাইস চেয়ারম্যাদের অফিসের নির্ধারিত চেয়ারে বসান।
২১ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে
৬৭ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে
৮৩ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে
৮৩ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
১৩৭ দিন ১ ঘন্টা ৪০ মিনিট আগে
১৭৪ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৭৭ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৭৮ দিন ২১ ঘন্টা ৫৪ মিনিট আগে