রাজশাহীর বাঘায় তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী ) বাদ আছর শাহদৌলা সরকারী কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মাহফিল কমিটির সভাপতি কামরুল হাসান এর সভাপত্বিত্তে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী,সহ:সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা আব্দুল্লাহ আল মামুন নুহু, বাঘা পৌরসভা সাবেক আমীর প্রভাষক সাইফুল ইসলাম,বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা। আরও উপস্থিত ছিলেন,ইলিয়াস কবীর,আইয়ুব আলী,আব্দুর রাজ্জাক,আব্বাস আলী, ওহিদুর রহমান,রুবেল হোসেন,আব্দুল মান্নাফ সহ তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ ।
বক্তারা আয়োজক কমিটির সদস্যরা মহফিলের বিভিন্ন দিক নিয়ে আরোচনা করেন এবং সাংবাদিকদের সহয়যাগিতা কামনা করেন ।মতবিনিময় সভায় বক্তারা বলেন,তাফসির মহফিল শুধূ ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সমাজ সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্ব অংশ।
স্থানীয় সাংবিাদিকদের ভুমিকাও অত্যন্ত গুরুত্বপুর্ন,কারন তাঁদের প্রচারের মাধ্যমে এই মাহফিলের বার্তা আরও বেশিমানুষের কাছে পৌছাবে।সাংবাদিকরা আয়োজকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এবং মাহফিলের সুষ্ঠ আয়োজনের জন্য প্রয়োজনীয়
প্রচার ও প্রচারনার সহযোগিতার আম্বাস দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,সাবেক শিবির সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ। উল্লেখ্য তাফসির মাহফিল আগামী-২৩/২৪ ফেব্রুয়ারী বাঘা শাহদৌলা সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে যেখানে দেশের বিশিষ্ট ইসলামী স্কলারগন আলোচনা করবেন।এছাড়া জাগ্রত বাঘার উদ্যোগে ২৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।