সেভেন সিস্টার্স নিয়ে কী বলেছেন ড. ইউনূস, ভারতে তোলপাড় কেন? বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর-দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফারুক ফাউন্ডেশনের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালপুরে সংঘর্ষের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে মামলা, আটক ৭ এপ্রিলে ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা, ঘূর্ণিঝড়ের শঙ্কা সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু। পীরগাছায় তাম্বুলপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে নামাজ আদায় করেন এমদাদুল হক ভরসা আনন্দ বাজারে ফারুকের দোকানে আগুন কুলিয়ারচর ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তি নিহত গোয়ালন্দ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট জয় করতে যাচ্ছেন ইকরামুল রামু গুলিতে যুবক নিহত অভিযুক্ত চাচাতো ভাই পলাতক রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা ঝিনাইগাতীর ডেফলাই গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই চুরির পর মালিককে চোরের ফোন :ক্যাশে এত কম টাকা রাখছেন কেন? ঈদগাহে মাইক বাজানো নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২০ বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

দিনাজপুর বীরগঞ্জে পাষন্ড পিতা,মাতা ও ভাইয়ের নির্যাতনের শিকার কন‍্যা সন্তান।

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলায় কন‍্যা সন্তানকে দেয়া সম্পদ ফেরত পেতে পাষণ্ড পিতা মাতা ও ভাইয়ের দিনের পর দিন নির্যাতনের শিকার হচ্ছে সন্তান। বাবার কাছ থেকে দানসুত্রে সম্পত্তি নিলেও প্রকৃতপক্ষে এর অনুকুলে মৃত পুলিশ স্বামীর উপার্জিত অর্থেই জমি ক্রয় করা হয়েছে বলে নির্যাতিতা কন‍্যা সন্তান মোস্তাকিমা জানান। ক্রয়কৃত সম্পত্তি ছিনিয়ে নিতে মেয়ের উপর নির্যাতন,অশালীন আচরণ এবং কুরুচিপূর্ন কথাবার্তা ছড়াচ্ছে ভাই  মওলানা আব্দুল আজীজ এবং বাবা মোজাম্মেল হক বলে অভিযোগ করেন মেয়ে মোস্তাকিমা। মৃত পুলিশ সদস‍্য মোঃ সাজ্জাদ হোসেন এর স্ত্রী দুই সন্তানের জননী মোস্তাকিমা বাপ ভাইদের নির্মম অত‍্যাচারে সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছে। গত ১০জুলাই ২৩ বীরগঞ্জ থানায় মোস্তাকিমার দায়েরকৃত জিডির  (নং ৫৯৮তাং ১০/০৭/২৩) অভিযোগসুত্রে জানা যায় বিবাদী ডাবড়া জিনেশ্বরী  গ্রামের মোঃ মোজাম্মেল হক এর ছোট ছেলে দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের ঠাকুরাইন বাজার জামিয়া আরাবিয়া দারুল ইলুম আয়শা সিদ্দিকা বালিকা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক মোস্তাকিমার ভাই  মওলানা আব্দুল আজীজ , ছোট ভাই জিয়াউর রহমান এবং বাবা মোঃ মোজাম্মেল হক এবং মা আক্তারা বানু  পরস্পর যোগসাজোষ করে মেয়ে মোস্তাকিমার কাছ থেকে ৮লক্ষ টাকা নিয়ে বীরগঞ্জ ডাবরা ইউনিয়নের জীনেশ্বরী মৌজার ৮৫৩নং খতিয়ানের ৩২১৭দাগের ৪৪.৫০শতক জমি দলিল করে দেয়।তৎকালীন সময় থেকে অদ‍্যাবদি জমি ভোগদখল করে আসলেও বর্তমানে সেই জমি ছিনিয়ে নিতে আমার সহোদর ভাইরাসহ বাবা মা নানারকম ষড়যন্ত্র করে আসছে। আমার স্বামী এক জন পুলিশ কনস্টেবল ছিলো। আমার বাবাকে আমার স্বামী বেঁচে থাকা অবস্থায় জমি বন্ধগের কথা বলে দুই লাখ ৫০ হাজার টাকা দেয়। ওই জমিতে সে রকম ফসল আবাদ হতনা পরিত্যক্ত পড়ে থাকা জমি ছিলো।কিন্তু আমার স্বামীর ক্যান্সার হয়,আমার স্বামী যখন মারা যায় তখন আমার ভাই বিদেশ যাবে,এই মর্মে আমার বাবা আমার কাছে টাকা চায় আমার স্বামীর পেনশনের টাকা আমার মেয়ের নামে ফিক্সড করে  রেখেছিলাম,আমার বাবা আমাকে বুঝিয়ে বলে মা তোকে আমি যে বন্ধগী জমিটা দিয়েছিলাম আমার ওই বন্ধগী জমিটা লিখে দিবো,তুই কাউকে কিছু বলিস না,তোর টাকাটা দে তোর ভাই বিদেশ যাবে। তোর ভাই বিদেশ গেলে তখন আর কোন সমস্যা হবে না আমাদের। এই কথা বলে আমার কাজ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা নেয়। এবং দীর্ঘ কয়েক বছর পর ওই তফশিল কিন্তু জমি আমাকে দলিল করিয়া দেয়। আমি আমার ক্রয়কৃত জমি ভোগদখল  করিয়া আসতেছি। বর্তমানে আমার পিতা মাতা ভাই আমার ক্রয় কৃত জমি ছাড়িয়া দিতে বলে। যে তুই যে টাকা দিয়ে জমিটা কিনেছিস তার চেয়ে আমরা একটু বেশি টাকা দিবো তুই জমিটা ছেড়ে দে। আমি অপারগতা প্রকাশ করায় আমার ভাই এবং আমার বাবা  আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে কিল ঘুসি মারে আমি একজন স্বামী হারা দুই সন্তানের মা। আমার ওই জমিটুকু দিয়েই পেটের ভাত এবং সংসারটা কোন হালে চলে।ওই জমিটার উপর আমার বাবা ভাই পরিবারের চোখ পড়েছে এবং  লোভ কারণ একটাই বর্তমানে জমির দাম বেশি। কিন্তু ওই জমিটা আমি ক্রয় করেছি এবং আমার ছেলে মেয়ের নামে লিখে দিয়েছি। আমার বাবা-মা আমার সাথে যে হারে শুরু করেছে বলা তো যায় না। আমার এতিম বাবা হারা দুই সন্তানের ভবিষ্যৎ মনে করে আমি আমার ছেলে মেয়ের নামে জমিটুকু লিখে দিয়েছি। বর্তমানে আমার ভাই দিনাজপুর সদরে ৮ নং শংকরপুর ইউনিয়নের ঠাকুরাইন বাজার জামিয়া আরাবিয়া দারুল উলুম আয়েশা সিদ্দিকা বালিকা কর্মী মাদ্রাসা। এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ আব্দুল আজিজ এর বড় বোন মোস্তাকিমা কে মারধর করে মাওলানা মোঃ আব্দুল আজিজ। বাবার কাছ থেকে ক্রয় কৃত সম্পত্তিকে কেন্দ্র করে  স্বামীহারা বোনকে মারধর এবং বিভিন্ন অশ্লীল ছবি নেটে ছেড়ে দেওয়ার হুমকি এবং ভয় ভীতি দেখায় বলে এলাকার একাধিক ব‍্যাক্তি বর্গ জানায়।এঘটনায় ডাবর জীনেশ্বরী ইউনিয়নের চেয়ারম‍্যান হেলাল চৌধুরীকে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল রিসিভ হয়নি।এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Tag