পঞ্চগড় জেলার দেবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয় ৭০ বছর বয়সী সাজিরন বেগম নামে এক বৃদ্ধার। এসময় আরো দুই জন আহত হন ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর অনুমান দুইটায় দেবীগঞ্জ পৌরসভার প্রশিকা মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়েতে এই দূর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত সাজিরন বেগম দেবীগঞ্জ পৌরসভার পাটোয়ারী পাড়া এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাজিরন বেগম কলেজ পাড়া থেকে পাটোয়ারী পাড়ায় যাচ্ছিলেন। প্রশিকা মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ে পার হওয়ার সময় ডোমার থেকে দেবীগঞ্জের দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিল এক দম্পতি। কয়েক বার হর্ণ দিলেও শ্রবণ প্রতিবন্ধী সাজিরন বেগম শুনতে না পেয়ে হঠাৎ করে মোটরসাইকেলের সামনে চলে আসলে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত সাজিরন বেগমকে এলাকাবাসীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এই ঘটনায় মোটরসাইকেল আরোহী মোঃ লিটন ইসলাম ও তার সহধর্মিণী ইতি বেগম আহত হন। তারা বর্তমানে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নিহত সাজিরন বেগমের নাতি হাসিবুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানায়, তার দাদী দীর্ঘ দিন ধরে চোখে কম দেখে এবং কানে কম শুনে। সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের অফিসার হাসপাতালে রয়েছে, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।
১৪ দিন ১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৮৯ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
৫১১ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৬৪৫ দিন ২১ ঘন্টা ৩১ মিনিট আগে
৮৯৬ দিন ১৫ ঘন্টা ১৯ মিনিট আগে