ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল, ভূমি অফিসে না এসে, ভূমি সেবা গ্রহণ করুন’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।
২২ মে সোমবার উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব এর সভাপতিত্বে, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, অমিতা রানি দাশ, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আবু রায়হান, উপজেলা প্রাণিসম্পদ সম্পদ কর্মকর্তা ডাঃ রাজীব হাওলাদার, উপজেলা প্রকল্প কর্মকর্তা সরদার ফজলুল করিম, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া।
এছাড়া সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেদুল ইসলাম, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আন নোমান সহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ভূমির সেবা নিশ্চিত করতে সেবা সংক্রান্ত বিস্তর বক্তব্য রাখেন।
১৩৪ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে
১৫৫ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
৬৭৯ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
৬৭৯ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
৬৮০ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে
৬৮০ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
৬৮০ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৬৮২ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে