সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা বানানোর কথা বলে ৯ জনের কাছ থেকে ২২ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ।
সুনামগঞ্জ থেকে মোশারফ হোসেন লিটন ঃ এর পাঠানো তথ্য ও ছবি নিয়ে নুসরাত জাহান এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত
সুনামগঞ্জের দিরাইয়ের রফিনগর গ্রামের মৃত আলকাস মিয়ার ছেলে মোঃ সাফিকুল ইসলাম মুক্তিযোদ্ধা বানানোর কথা বলে শতাধিক লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মোঃ সাফিকুল ইসলাম সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ারও লোভ দেখায়। দিরাই উপজেলার ৯ জনের কাছ থেকে প্রায় ২২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (২৭ শে অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার বড়পাড়া এলাকার রিমা আক্তার মুনা, দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মোঃ শফিকুল ইসলাম, মোঃ হোসেন আলী, ও মোঃ কুরবান আলী-সহ অন্তত অর্ধশত ভুক্তভোগী স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ করেন।
ভুক্তভোগীরা জানান, মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয়পত্র ও সনদপত্র প্রদান করা কথা বলে গ্রামের সহজ সরল নারী-পুরুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।
ভুক্তভোগী রিমা আক্তার মুনা বলেন, রফিনগর ইউনিয়নের সাফিকুল মাস্টার তিনজন মুক্তিযোদ্ধাকে সনদপত্র দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং এ প্রতারণার বিচার চাই।
ভুক্তভোগী মোঃ শহিদুল ইসলাম বলে শফিকুল ইসলাম মাস্টার আমার কাছ থেকে আড়াই লক্ষ টাকা নিয়েছে আমার বাবাকে মুক্তিযোদ্ধা সনদপত্র দেওয়ার কথা বলে, এখন তাকে ফোন দিলে সে ফোন রিসিভ করে না।
ভুক্তভোগী মোঃ কুরবান আলী বলেন সে আমার কাছ থেকে টাকা নিয়েছে মুক্তিযোদ্ধার কাগজ দেবে বলে এখন তাকে ফোন দিয়ে পাওয়া যায় না।
এছাড়াও আরো ভুক্তভোগীরা বলেন, আমাদের কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছে দুইটি মুক্তিযোদ্ধা সনদ দেবে বলে, আরো একজনে বলেছেন আমার কাছ থেকে ২ লক্ষ টাকা নিয়েছে মুক্তিযোদ্ধার কাগজ দেবে বলে, সে আমাদের এলাকারই সন্তান উপজেলা সদরে তাকে বর্তমানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মোবাইল ফোনে ফোন দিলেও ফোন রিসিভ করে না।
এ বিষয়ে দিরাই থানায় মোঃ সাদিকুল বাদি হয়ে একটি মামলা করা হয়েছে।