দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ফিলিস্তিনে মুসলমানদের ওপর বর্বরোচিত হামলা ও ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে সানন্দবাড়ী ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বাদ আছর তৌহিদী জনতার সর্বস্তরের অংশগ্রহনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে ইসরাইলী আগ্রাসন বন্ধ কর-করতে হবে, বাইতুল মুকাদ্দস মুক্ত কর-করতে হবে, ইসরায়েলি নিপাত যাক, ফিলিস্তিনি মুক্তি পাক এ জাতীয় শ্লোগানে মুখরিত সানন্দবাড়ী বাজারের সকল রাস্তাঘাট।
মিছিল শেষে সানন্দবাড়ী ইমাম ও ওলামা পরিষদের সাধারণ সম্পাদক এর সঞ্চালনায় ও ইমাম ওলামা পরিষদের সভাপতি এবং চিথুলিয়া দিগর মহিউস সুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া
বাংলাদেশ আওয়ামী লীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাভলু, ইমাম ও ওলামা পরিষদেরসিনিয়র সহ- সভাপতি ও সানন্দবাড়িয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা খলিলুর রহমান, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব কবি আজিজুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল মজিদ প্রমুখ।
বক্তারা সকল মুসলমানকে দ্বীন ও ঈমানের স্বার্থে সবসময় ঐকব্যদ্ধ থাকার আহ্বান জানান। উক্ত সংহতি ও বিক্ষোভ মিছিলে হাজার হাজার তৌহিদী জনতা স্বত:স্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে অংশগ্রহন করে। আলোচনা শেষে হামলায় নিহত মুসলিমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন সানন্দবাড়ী বাজার মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব৷ হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।
১৪৮ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
২৭১ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
২৭৬ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে
২৮৪ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
২৮৯ দিন ১৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫৩০ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫৩২ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৫৩২ দিন ২১ ঘন্টা ১২ মিনিট আগে