চিকিৎসকের রেজিস্ট্রেশন না থাকা সহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে নীলফামারীর ডোমার উপজেলার ‘ফেন্সি ডেন্টাল হোম’-এর সত্ত্বাধিকারী মোঃ ওমর ফারুককে ৮০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আজ।
বুধবার (৩০শে আগস্ট) দুপুরের দিকে উপজেলা শহরের ডিবি রোড সংলগ্ন নিউ মার্কেটে অবস্থিত ফেন্সি ডেন্টাল হোমে তদন্তের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন ডোমার নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ।
এসময় আরও উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, র্যাব-১৩ সিপিসি ২ নীলফামারীর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান প্রমূখ সহ ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ।
এবিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ জানান, ওমর ফারুকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। স্বাস্থ্য বিভাগ তার বিরুদ্ধে তদন্ত করে তার পরিচালিত ফেন্সি ডেন্টাল হোম বন্ধ করার সুপারিশ করেছে। আমরা আজ তদন্ত করে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করেছি। তাই ওমর ফারুককে ৮০ হাজার টাকা জরিমানা ও ফেন্সি ডেল্টাল হোম সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ৫৪ মিনিট আগে