আজ শুক্রবার (১৫ ই ডিসেম্বর) বিকেলে বাংগাবাড়ী স্কুল ও কলেজ মাঠে বাংগাবাড়ী ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেয়া হয় শীতবস্ত্র। এদিন অসহায় বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়েও পৌঁছে দেয়া হয় অপেক্ষাকৃত উন্নত মানের কম্বল।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো:মোস্তাকিম, সিনিয়র সহ-সভাপতি সাদ্দাম হোসেন,
সাধারণত সম্পাদক মো:ইসহাক রানা,
অর্থ সম্পাদক বাবর আলী এছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ।
এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
অবসরপ্রাপ্ত প্রধান অধ্যক্ষ বদিউজ্জামান। প্রধান অধ্যক্ষ মোস্তফা কামাল। অবসরপ্রাপ্ত
উপসহকারী কৃষি কর্মকর্তা আজাহার আলী। কৃষি কর্মকর্তা সেলিম রেজা। ও সেনাবাহিনীতে কর্মরত ওয়াসিম আলী। এবং আমিজুল ইসলাম সুমন
অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়িয়েছে বাংগাবাড়ী উন্নয়ন ফাউন্ডেশন। সামাজিক দায়বদ্ধতা থেকে বাংগাবাড়ীর গৃহহীন ও অবহেলিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি।
বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে ২০২১ সালে বাংগাবাড়ী উন্নয়ন ফাউন্ডেশনের জন্ম হয়। নিজেদের মধ্যে চাঁদা তুলে এবং এলাকার বিত্তবানদের সহযোগীতায় স্বেচ্ছাশ্রমে সামাজিক বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত আছে এ ফাউন্ডেশনের সদস্যরা।
২৯৭ দিন ২০ ঘন্টা ২৪ মিনিট আগে
৩১৪ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে
৩৩৬ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে
৩৭৫ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৯৫ দিন ১৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৪২৮ দিন ১৭ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৩২ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে
৪৭৩ দিন ১৯ ঘন্টা ২৮ মিনিট আগে