মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক দেশের ২২ হাজার ১০১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন। ৯ আগস্ট বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ২য় ধাপের ঘর হস্তান্তর অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসাবে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপর্জেলা প্রকৌশলী শুভ বসাক, পিআইও আব্দুল মান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালীসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।
৬০১ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে
৮০৪ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৯৬৭ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে