গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগন্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে মাহাবুর কাজী (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (০৫ জুন ) বিকেল আনুমানিক ৪টা থেকে সারে ৪টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তারাগন্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহবুর কাজী দেইলগাঁও রোববাইটেক এলাকার আলমগীর কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাগন্জ বাজারে বাছেদ মিয়ার চায়ের দোকানে কাজ করতো। বাজারে পূর্ব পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে মাহাবুর কাজী ।
গোসল শেষে দোকানে না ফেরায় লোকজন তাকে খুঁজতে নদীতে যান। এ সময় লোকজন নদীর পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান।
পরে তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিক দের জানান, ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচএম লুৎফুল কবির ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর কোনো অভিযোগ না থাকায়,উর্ধতন কতৃপক্ষের অনুমতিক্রমে বীনা ময়নাতদন্তে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনা সংক্রান্তে থানায় একটি অপমৃত্যু মামলা হয়।