বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে (২৪সেপ্টেম্বর) শনিবার দুপুরে উপজেলা হল রুমে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নান্দাইল উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মোছাঃ মনোয়ারা জুয়েলের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখা সভাপতি বেগম নূরুন নাহার শেফালী।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ড. সেলিনা রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলার পরিষদের চেয়ারম্যান ও নান্দাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, ময়মনসিংহ জেলা শাখা মহিলা আওয়ামী লীগের সদস্য কৃষিবীদ ডাক্তার সামছুন নাহার পারভীন।
এসময় আরও উপস্থিত ছিলেন,সাবেক জেলা পরিষদ সদস্য ও নান্দাইল উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন,সাইদূর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য মাহুদিউল আলম সারোয়ার (সোহাগ), তরুণ আওয়ামী লীগ নেতা আল-আমীন ভূইয়া রাহাত, শাহ্ আলম, মাহবুবুল হাসান রয়েল, নান্দাইল উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবুল, সহ সভাপতি জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ভূইয়া আপু, পৌর যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক পিন্টু, ও সাধারণ সম্পাদক মনজিল হাসান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান রিপন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফকির সবুজ, উপজেলা শ্রমীক লীগের আহ্বায়ক এ. কে. এম. গোলাম মোস্তফা সরকার ও সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈম পলাশ, পৌর শ্রমীক লীগের আহ্বায়ক শহীদ, উপজেলা কৃষক লীগের সভাপতি সাইদুর রহমান মন্টু, পৌর কৃষক লীগের আহ্বায়ক ফারুক আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধো বিষয়ক সম্পাদক নোমান তালুকদার, উপজেলার ছাত্রলীগে সভাপতি তৌফিকুল ইসলাম মামুন, সহ-সভাপতি মাসুম পারভেজ রানা ও সাধারণ সম্পাদক শাহ্ মাহমুদুল হক সৌরভ প্রমুখ।
কর্মী সমাবেশে ১৩টি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ নেত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।