ট্রাম্পের দুই কর্মকর্তা আসছেন ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৬০ ফিলিস্তিনির শরীরের শক্তি বাড়াতে যে ৬ খাবার খাবেন চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় যে দেশে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত বাহিনীর ডেরায় কোস্টগার্ডের অভিযান, অস্ত্র ও গুলি জব্দ ঝিনাইগাতীতে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাগুরায় স্বেচ্ছাসেবক দল নেতাকে ফাঁসাতে গিয়ে দুই নারী জেল হাজতে তরুণ কবি আল আমিন- বিদ্রোহী ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে লোহাগাড়া যুবদলের বিক্ষোভ অনু্ষ্ঠিত। কুলিয়ারচরে পুরুষ শূন্য বাড়িতে প্রতিপক্ষের হামলায় তিন নারী আহত মাদকমুক্ত তারুণ্যই হবে আগামীর বাংলাদেশ!!! ফিলিস্তিনে হামলার প্রতিবাদে গোয়ালন্দে ব্লাড ডোনার ক্লাবের মশাল মিছিল। কচুয়ায় প্রেমিকার সাথে দেখা করতে এসে গণপিটুনিতে প্রাণ হারালেন প্রেমিক ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ অনুষ্ঠিত চিলমারীতে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেরপুরে ২ ইউএনওসহ সহকারী কমিশনারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা জনগণের মতামত নিতে ওয়েবসাইটের মাধ্যমে জরিপ করবে ঐকমত্য কমিশন চার সন্তানের মা পাগলী,বাবা হয়নি কেউ। যুক্তরাষ্ট্রের আরও ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ

কৃষকের খড়ের হাট দেওয়ানগঞ্জ বাজার,খড় বিক্রি করে লাভবান খড় বিক্রেতা

কৃষকের খড়ের হাট দেওয়ানগঞ্জ বাজার,খড় বিক্রি করে লাভবান খড় বিক্রেতা


কৃষকের খড়ের হাট দেওয়ানগঞ্জ বাজার।গরুর খামারী,গৃহস্থ আসছেন গরুর খাদ্য খড় ক্রয় করতে।প্রতিদিন দুরদুরান্ত থেকে  আসছেন হাটে। বিক্রি হচ্ছে ভালো,ভীড় করছেন ক্রেতা।দাম বেশী পেয়ে খুশী খড় বিক্রেতা। খড় বিক্রি করে লাভবান তারা।প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকার খড় বিক্রি হয় প্রতিটি ব্যবসায়ীর।


ময়মনসিংহের নান্দাইলে দেওয়ানগঞ্জ বাজারে বসেছে এই খড়ের হাট।বেড়েছে খড়ের কদর।প্রতিদিন এই বাজার থেকে খড় কিনছেন গৃহস্থরা। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় খড়ের দামও বেড়ে গেছে।হাতের কাছেই গো খাদ্যের বাজার বসায় খুশি ক্রেতারাও। প্রতি মন খড় বিক্রি হচ্ছে ৮শত থেকে ১ হাজার টাকা দরে।প্রতিটি আটি বিক্রি হচ্ছে ১শত টাকা থেকে ৩ শত টাকায়।গৃহস্থের চাহিদা অনুযায়ী তারা খড় বিক্রি করছেন।


সরেজমিন দেখা গেছে,স্থানীয়  দেওয়ানগঞ্জ বাজারে বিক্রি হচ্ছে খড়।মধ্যবাজারে বিশাল জায়গা জুড়ে খড়ের ছোট-বড়  স্তুপ।ছোট-বড় আটিসহ স্তুুপ আকারে রাখা হয়েছে খড়। ২৫ টির মতো রয়েছে খড়ের দোকান।খড় কিনতে ভীড় করছেন গৃহস্থরা।তাদের চাহিদা অনুযায়ী গৃহস্থরা কিনছেন খড়। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় খড়ের দামও বেড়ে গেছে।


খড়ের (গো-খাদ্য) দাম বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক। গরু নিয়ে কৃষক পড়েছেন বিপাকে। প্রতিদিন খড় ক্রয় করতে ট্রলি ও ভ্যান  নিয়ে দুর-দুরান্ত থেকে আসছেন কৃষক। তারা খড় ক্রয় করে নিয়ে যাচ্ছেন।


উপজেলার খারুয়া,মহেষকুড়া নরেন্দ্রপুর, হাটশিরা, কুর্শা,কাকুরিয়া,কয়ারপুর,রাজাপুর,বীরবাগারী,নাগপুরসহ আশেপাশের কৃষকরা আসছেন খড় ক্রয় করতে।ট্রলি ও ভ্যান নিয়ে এসেছেন তারা।


কুর্শা গ্রামের কৃষক তোফাজ্জল,বীরকামট খালী গ্রামের কৃষক মানিক বলেন, আমরার ৩টি করে গরু আছে। খড় শেষ তাই দেওয়ানগঞ্জ বাজারে আইছি খড় কিনবার আইছি।


খড়ের পাইকারী ব্যবসায়ী কুর্শা গ্রামের খড় ব্যবসায়ী ইসলাম,এনামুল, জাহাঙ্গীর, হাটশিরা গ্রামের সাগর,মিলন,হেলাল এবং বেলতৈল গ্রামের নাজিম উদ্দিনসহ অনেকেই জানান, বর্তমান খড়ের ব্যবসা করে আমাদের ভালোই লাভ হচ্ছে।সংসারও চলছে ভালো।তিনমাসের জন্য এ ব্যবসা চলবে অগ্রাহায়ণ মাস পর্যন্ত। 


তারা আরো জানান,বিভিন্ন গ্রাম থেকে বড় গৃহস্থের বাড়ি থেকে খড় কিনে আনেন। ৫০ টাকা থেকে থেকে ৩০০ টাকা পর্যন্ত আটি বিক্রি হয়।প্রতিমন খড় বিক্রি হয় ৮০০ টাকা থেকে ১ হাজার দরে। প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকার খড় বিক্রি হয় প্রতিটি ব্যবসায়ীর।

 

স্থানীয় খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভুঁইয়া মিন্টু বলেন, ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে বসেছে খড়ের হাট।স্বল্পকালীন এই সময়ের ব্যবসা করে লাভবান হচ্ছেন বিক্রেতারা।আশপাশের মধ্যে একমাত্র খড় বিক্রির হাট এটি।

Tag
আরও খবর