পলাশ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মিনার হোসেন খান কাজল
নরসিংদীর পলাশে শিল্পাঞ্চল সরকারি কলেজ অডিটোরিয়ামে ব্যায়াম বিষয়ক সামাজিক, মানবিক ও অরাজনৈতিক সংগঠন "সু-প্রভাত পলাশ" এ-র উদ্যোগে
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২১ মার্চ ২০২৪ রোজ বৃহস্পতিবার পলাশের অন্যতম ব্যায়াম বিষয়ক ও সামাজিক সংগঠন সু-প্রভাত পলাশ এর সভাপতি আলহাজ্ব মোঃ আল হাসান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব শরিফুল হক ও পৌর কাউন্সিলর জুলহাস মিয়া উপস্থিত ছিলেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শিল্পাঞ্চল সরকারি কলেজের শিক্ষক মহোদয়গন সহ সংগঠনের কয়েক শতাধিক সদস্য, এলাকার গন্যমাণ্যজন ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।