গাজীপুর কালীগঞ্জ থেকে ফিরে, মিনার হোসেন খান কাজল
গাজীপুর কালীগঞ্জে কালীগঞ্জ কল্যান সংস্থা আয়োজিত বিশেষ সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
২৬ মার্চ ২০২৪ রোজ মঙ্গলবার কালীগঞ্জ পৌরসভা সংলগ্ন গুণ মার্কেটে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে বিকাল ৩ ঘটিকা থেকে বিশেষ সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ কল্যান সংস্থা'র সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজেদ রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি কালীগঞ্জ কল্যান সংস্থা'র উপদেষ্টা ও পৃষ্ঠপোষক রশিদ উদ জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ফারজিন নাওয়ার জামান।
উক্ত অনুষ্ঠানে এক পা নেই এমন দু'জন পা হীন লোকের কৃত্রিম পা সংস্থাপন ও একজন প্রতিবন্ধী লোকের হুইলচেয়ার দেয়ার সিদ্ধান্ত চুড়ান্তভাবে গ্রহণ করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ সহ শতাধিক সদস্য, এলাকার গন্যমান্যজন, গণমাধ্যম প্রতিনিধি ও মাদ্রাসার শিক্ষক সহ শতাধিক ছাত্র উপস্থিত ছিলেন।
বিশেষ সাধারণ সভা শেষে মাদ্রাসার ছাত্র শিক্ষক নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।