পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন খান কাজল
নরসিংদীর পলাশে ঘরে ঢুকে দেলোয়ারা বেগম (৫০) নামের এক গৃহিণীর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২৬ মার্চ ২০২৪ রোজ মঙ্গলবার ইফতার পরবর্তী সময়ে পলাশ উপজেলার চরণগরদী গ্রামে উক্ত হত্যাকান্ড সংঘটিত হয়েছে। নিহত দেলোয়ারা চরণগরদী গ্রামের মৃত মালেক দেওয়ানের স্ত্রী।
স্হানীয় সূত্রে জানা যায়, দেলোয়ারা বেগমের স্বামী মালেক দেওয়ানের মৃত্যুর পরে সংসারের অভাব ঘোচানোর জন্য তার দুই ছেলে বিদেশে পাড়ি জমান এবং মেয়ের বিয়ে হওয়ার পর দেলোয়ারা বেগম একাই বসবাস করতে থাকেন। প্রতিদিনের মতো মঙ্গলবার মাগরিবের নামাজের পর নিজ ঘরে একাই অবস্থান করছিলেন। এরই মধ্যে সন্ধ্যা ৭টার দিকে নিজ কক্ষে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখতে পান প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে রহস্যের উন্মোচন হবে আশা করছি।