কক্সবাজারের রামুতে খাবারে চেতনানাশক ঔষধ মিশিয়ে একটি বাড়ি থেকে দেড় লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ৯নম্বর ওয়ার্ড উত্তর ফতেখাঁরকুলের মুসলিম পাড়া এলাকার মৃত আব্দুল কাদের'র বাড়িতে এ ঘটনা ঘটে।
এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্যদের অচেতন থাকার প্রায় ২৪ ঘন্টা পরে জানাজানি হলে স্থানীয়রা ওই পরিবারের চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন ।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় মো. সরওয়ার বলেন, তাদের পরিবারের ছেলে নিয়ামত উল্লাহ স্যানিটারি দোকানে চাকরি করে। যতটুকু জেনেছি ছেলেটি কাজে না যাওয়ায় দোকান থেকে একাধিকবার মুঠোফোনে কল দেয়ার পরও ফোন রিসিভ না করায় দোকানের একজন বাড়িতে খুঁজতে গিয়ে দেখতে পায় তারা সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। তখন তাদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় ।
তিনি আরও জানান, তাদের পরিবারের ছেলে টমটম চালক মনির আহমদ বিদেশ যেতে ভিসার টাকা জমা দিতে দেড়লাখ টাকা বাড়িতে এনেছিল। কে বা কারা খাবারে চেতনানাশক ঔষধ মিশিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় মা খাতিজা বেগম, নিয়ামত উল্লাহ , মনির উদ্দিন, মেয়ে নাবিলা আক্তার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা সুস্থ হলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিবে বলে জানান তিনি।
১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৫ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১৪১ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৪৫ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
১৫০ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
১৫৭ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
১৫৮ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫৮ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে