কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার ১নং রাজিবপুর ইউনিয়ন পরিষদে অসহায়, দুস্থদের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাউল বিতরণের শুভ উদ্ভোদন করা হয়েছে। বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বুধবার (২১ জুন) দুপুর ১২ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বিনামূল্যে রাজিবপুর ইউনিয়নে ৮ হাজার ১০০ শত ৮০ জন মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাউল পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ১নং রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস, ট্যাগ অফিসার সহ ইউপির সকল সদস্যবৃন্দ। রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহম্মদ ইলিয়াস বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করা হচ্ছে। আমার ইউনিয়নেও সুষ্ঠভাবে ভিজিএফ চাউল বিতরণ করা হবে। ইউনিয়ন পরিষদের পক্ষ হতে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো বলেন, হতদরিদ্রের জন্য ঈদ উপহারের চাল সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ করা হচ্ছে। কোনো প্রকার অনিয়ম হলে কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
৪৪০ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৪৫ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪৮২ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে
৫০৮ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে
৫১৬ দিন ১৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৫১৭ দিন ১৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৫২১ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬০২ দিন ৫ মিনিট আগে