আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা ও ছাইহাটা বাজারে পথসভা করেছেন বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের মনোনয়ন প্রত্যাশী এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ নামের দলটি হচ্ছে একটি স্বঘোষিত মুনাফিক দল। এরা নিজেদের স্বার্থ হাসিলের জন্যে একেক সময় একেক জায়গায় একেক কথা বলেছেন। নিজেদের অবস্থান দুর্বল হওয়ায় তারা নির্বাচনকে বানচলা করার জন্যে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। তাদের এ উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবেনা।
এসময় আরও বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা যুবদলের আহ্বায়ক রাজু আহমেদ, ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।
১৫ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে
২২ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
২২ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে
২২ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে
২৪ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে
২৪ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে
২৫ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে