বগুড়ার সারিয়াকান্দিতে জুলাই গণঅনভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত উপজেলা কমিটি গঠনে নির্বাচনের মাধ্যমে জুলাই যোদ্ধা প্রতিনিধি নির্ধারণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত জুলাই যোদ্ধাদের মাঝে ভোট গ্রহণ শেষে সর্বোচ্চ ভোটে জুলাই যোদ্ধা জুলফিকার আলম কে বিজয়ী ঘোষণা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান।
জানা গেছে, সারিয়াকান্দি উপজেলায় ২১ জন গেজেট ভুক্ত জুলাই যোদ্ধা এবং একটি শহিদ পরিবার রয়েছে। ২১ জন জুলাই যোদ্ধার প্রতিনিধি হিসেবে একজনকে নির্বাচিত করার জন্যে প্রতিনিধি মনোনয়ন সংক্রান্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখানে গেজেট ভুক্ত ২১ জন জুলাই যোদ্ধা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি হিসেবে গ্রহণ করেছেন। প্রতিনিধি মনোনয়ন সংক্রান্ত ভোট গ্রহণে ১৭ জন জুলাই যোদ্ধা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটারদের ভোটে জুলাই যোদ্ধা জুলফিকার আলম (গেজেট নং- ৫৩০) ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম (গেজেট নং- ৬৫৬) পেয়েছেন ০৩ ভোট। এছাড়াও জুলাই যোদ্ধা ওয়ালিউল্লাহ মামুন ( গেজেট নং- ৪৪৫) এবং নয়ন প্রামাণিক (গেজেট নং- ৬৮৯) ০১ টি করে ভোট পেয়েছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, জুলাই গণঅনভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এবং সদস্য সচিব হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়াও উক্ত কমিটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা ফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা, সোনালী ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপক কর্তৃক মনোনীত উপজেলা সোনালী ব্যাংকের অন্যূন ম্যানেজার পদমর্যাদার একজন কর্মকর্তা, পৌর মেয়র বা তদকর্তৃক মনোনীত একজন প্রতিনিধি, সভাপতি মনোনীত জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের একজন প্রতিনিধি এবং সভাপতি কর্তৃক মনোনীত জুলাই যোদ্ধাদের একজন প্রতিনিধি সহ মোট ১৩ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান জানান, ভবিষ্যতে এই কমিটি যেন প্রশ্নবিদ্ধ না হয় এজন্য স্বচ্ছতা বজায় রেখে আমরা কমিটি গঠনে উর্ধতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ভোটের মাধ্যমে জুলাই যোদ্ধা প্রতিনিধি নির্ধারণ করেছি।
১৫ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে
২২ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
২২ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে
২২ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে
২৪ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে
২৪ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে
২৫ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে