‘পরিসংখ্যান অবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বরগুনার তালতলীতে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন ‘পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ’ এবং ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩’ পালন করা হয়।
এ দিবস পালন উপলক্ষে বেলা ১১ টার দিকে একটি র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালতলী উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবির, উপজেলা কৃষি অফিসার মোঃ সুমন হাওলাদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাদিকুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হাসান শাাহীন, পল্লী উন্নয়ন অফিসার ফিরোজ আলম, আনসার ভিডিপি কর্মকর্তা আবদার মোল্লা, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ফজলুল করিম প্রমুখ।