কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে র্যাব ও ৮- এপিবিএনের যৌথ অভিযানে ক্যাম্পে হত্যা মামলার আসামি আরসার তিন সদস্যকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, মৃত নূর আলমের ছেলে আছমত উল্লাহ (২১), মাওলানা রহমত উল্লাহর ছেলে আব্দুর রহমান (২৭) ও মৃত ফকির মাহমুদের ছেলে আবু সামা (২৮)। তারা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
শুক্রবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, র্যাব-১৫ ও ৮- এপিবিএনের যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৮ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামি দুষ্কৃতকারী আরসার তিন সদস্যকে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আরসার সক্রিয় সদস্য। তারা ক্যাম্পে নানা অপকর্মের সাথে জড়িত। এছাড়াও তাদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যাসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।
আবু সালাম আরও জানান, আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
১ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
১০ দিন ১৯ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে
১৬ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে