শরীয়তপুর প্রতিনিধি
গোপন সংবাদ এর ভিক্তিতে কাজির হাট পল্লি বিদ্যুৎ এর পাওয়ার হাউজ এর নীকট হতে একটি ট্রাক আটক করেছে জাজিরা থানা পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) শরীয়তপুর জাজিরা উপজেলার কাজির হাট পল্লি বিদ্যুৎ পাওয়ার হাউজ এর নিকট হতে ভোর রাত ৪ টার দিকে সাদি এন্টার প্রাইজ যার নাম্বার ঢাকা মেট্রো-ড ১৪-২৯৯৭ নামে একটি ট্টাক আটক করা হয়।
সরজমিন স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় ভোররাত ৪ টার দিকে সাদি এন্টার প্রাইজ নামে এই গারিটি যাচ্ছিল। পলিথিন পরিবহন করছে এমন সংবাদের ভিক্তিতে গারিটি জাজিরা থানা সাব ইনেপেক্ট মোঃ তাজুল ইসলাম আটক করি এবং থানায় নিয়ে আসে।
পরে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তর এর শরীয়তপুর এর এডি রাসেল নোমান এর উপস্থিতিতে গারিটি তল্লাশি করা হয়। এবং সাদি এন্টার প্রাইজ এর নিকট থেকে ৪৮ বস্তা পলিথিন যার ওজন আনুমানিক ১৪ শত কেজি। পরে পলিথিন গুলো পরিবেশ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী অফিসার এর তত্ত্বাবধানে জব্দ করা হয়।
এ বিষয় জাজিরা থানা সাব ইনেস্পেক্টর মোঃ তাজুল ইসলাম বলেন আমরা সংবাদ পেয়ে গারিটি আটক করি এবং থানায় নিয়ে আসি।
এ বিষয় পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান জানান গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি জাজিরা থানা পুলিশ পলিথিন সন্দেহে একটি ট্রাক আটক করেছে। খবর পেয়ে আমি জাজিরা থানায় যাই এবং জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে গাড়ির তল্লাসি করে ৪৮ বস্তা পলিথিন পাই এবং জব্দ করি। এবং ভ্রম্যমান আদালত বসিয়ে ড্রাইভার পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান সোহেল জানান পরিবেশ অধিদপ্তর ও জাজিরা থানা পুলিশ পলিথিন সহ ১ টি ট্রাক আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারা মতে পলিথিন জব্দ ও পরিবহন এর দায়ে চালক কালাম চৌধুরী কে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
৫০৫ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫৪২ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে
৬৬২ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে