বরিশালের বানারীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প অর্থায়নে ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে মৎস্যজীবীদের আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো: বায়েজিদুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মৎস্যজীবীদের আইন বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক মো: জহিরুল ইসলাম আকন্দ। এ ছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সিনিয়র এসিস্ট্যান্ট ডাইরেক্টর (এসএডি) মনিরুল ইসলাম।
সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড এসিস্ট্যান্ট জয়দেব সমদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, কাজল রেখা, গননাকারী প্রসেনজিৎ বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার ও এনামুল কবির, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির।
এ সময় বক্তব্যে বক্তারা মাছের জীবন চক্র, প্রজনন চক্র, মাছ ধরার নিষিদ্ধ সময়, আইন অমান্যকারীর শাস্তি সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সচেতনতাই পারে মৎস্য সম্পদ বৃদ্ধি করতে পাশাপাশি প্রয়োজন আইনের সঠিক প্রয়োগ। মাছের নিরাপদ বিচরন ক্ষেত্র সৃষ্টি ও প্রজনন মৌসুমে মা মাছ শিকার বন্ধ করলে মাছে সমৃদ্ধ হবে বাংলাদেশ।