দিনাজপুর বিরল উপজেলার ১২নং রাজারামপুর ইউনিয়নের ভদ্রবাজারের নৈশ প্রহরী কৃষ্ণ চন্দ্র রায় ওরফে জোনাকুকে গলা কেটে হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করেছে বিরল পুলিশ।
নৈশপ্রহরী হত্যার প্রধান আসামী সুবাস চন্দ্র রায় @ কাইচালু(৩৮)একই ইউনিয়নের আজিমপুর (ধনেষ মেম্বার পাড়া) এলাকার বৈদ্যনাথ রায়ের ছেলে।
উল্লেখিত গত ২৮জুলাই রাত্রি অনুমান ৪টায় (ফজরের নামাজের পূর্বে) বিরল থানাধীন ১২নং রাজারামপুর ইউনিয়নের ভদ্রবাজারের নাইট গার্ড কৃষ্ণ কান্ত রায় ওরফে জোনাকুকে অজ্ঞাতনামা হত্যাকারী ধারালো অস্ত্রদ্বারা গলা কেটে মৃত্যু নিশ্চিত করে লাশ ফেলে রেখে চলে যায়। উক্ত ঘটনায় মৃত জোনাকুর ছেলে যাদব চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিরল থানার অফিসার ইন চার্য মোঃ রেজাউল হাসানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় পুলিশ সদস্যদের সহোযোগিতা এবং নিরলস প্রচেষ্টায় সাতদিনের মধ্যে নৈশপ্রহরী হত্যার প্রধান আসামী সুবাস চন্দ্র রায়কে গ্রেফতার করতে সক্ষম হয়।তার স্বীকারোক্তিমুলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ধারায় লিপিবদ্ধ করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।বিরল থানার অফিসার ইনচার্য মোঃ রেজাউল হাসান জানান আসামী সুবাস চন্দ্র নৈশপ্রহরী জোনাকুকে হত্যার উদ্দেশ্যে এক মাস পূর্বেই চাকু বানিয়ে রেখেছিল বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।তবে পূর্বে বেশ কয়েকটি বিরোধের জের ধরে সে নৈশ প্রহরী জোনাকুকে হত্যা করে। তবে তার সহযোগী একজন এখনও পলাতক রয়েছে।সে মাদক সেবী,বিক্রেতা এবং এলাকার ছিছকে চোর।তাকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।