দিনাজপুর বিরল উপজেলায় বাড়ীর উঠানে ৫ফিট মাঠি খুঁড়ে দেড় কেজি হোরোইন ও দেশীয় অস্ত্রসহ ৩ যুবককে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অভিযান চালিয়ে বিরল উপজেলার দামাইল ঝলঝলি গ্রাম থেকে হেরোইন ও অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-দিনাজপুর শহরের পাকপাহাড়পুর মহল্লার মৃত মতিয়ার রহমানের ছেলে ফাহিমুর রহমান ফান্টু(২০) ও কানসামা উপজেলার রামনগর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ সোহেল রানা (২৫) ও মোঃ মাহীন কবির(২২)। তারা সম্পর্কে একে অপরের মামাতো ফুপাতো ভাই। যে বাসা থেকে হেরোইন ও অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তবে এর মুল হতো ফাহিমুর রহমান ফান্টুর মা ফাতেমা বেগম (৪৫) পলাতক রয়েছে।
দিনাজপুর র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ান র্যাব-১৩ এর একটি দল গোপন সংবাদের ভিক্তিতে মাদক ব্যবসায়ী ফাতেমা বেগমের গ্রামের বাড়ী বিরল উপজেলার দামাইল ঝলঝলি গ্রামে অভিযান পরিচালনা করেন।
৭৭ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে
৪২১ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৫৩ দিন ২২ ঘন্টা ১ মিনিট আগে
৬০৪ দিন ২২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭৪২ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে