শুদ্ধ সাহিত্য চর্চা ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় সাহিত্যের জগৎ অনলাইন ম্যাগাজিন। বর্তমানে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখছে উক্ত সংগঠনটি। তারই ধারাবাহিকতায় নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের উত্তর বাফলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় অনুষ্ঠিত হলো সাহিত্যের জগৎ অনলাইন ম্যাগাজিন পরিচালনা কমিটির সৌজন্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।
কবি ও সাংবাদিক সাদেকুল ইসলামের সভাপতিত্বে ৩০টি দুস্থ পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা কবি, সাহিত্যিক ও প্রধান শিক্ষক আজহারুল ইসলাম আল আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক কাজী আব্দুল্লা হিল আল কাফী, উপস্থিত ছিলেন হরিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন, কামরুজ্জামান খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সংগঠনটির ভারতীয় উপদেষ্টা, কবি ও শিক্ষিকা পূর্ণিমা যোদ্দার।
৪ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে
২৪ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
২৬ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে
২৬ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে
২৯ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
৩০ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
৩৫ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে