দিনাজপুর পূর্নভবা নদী থেকে এক ভাসমান শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
দিনাজপুরের কাহারোল উপজেলায় গত ২৭মার্চ নিখোঁজ ছয় বছরের শিশু রনি। ২৮মর্চ মঙ্গলবার সকালে পুনর্ভবা নদীতে ভাসমান অবস্থায় রনির মৃতদেহ উদ্ধার করা হয়। রনি (৬) কাহারোল উপজেলার চক মহরম গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
কাহারোল থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন মুঠোফোনে প্রতিনিধিকে জানান, পরিবারের অসাবধানতার কারনে গতকাল সোমবার দুপুরে শিশুটি বাড়ীর পাশের পুনর্ভবা নদীতে পড়ে ডুবে গিয়েছিল। আজ সকালে স্নথানীয় এলাকাবাসী নদীতে ভাসমান অবস্হায় একটি শিশুর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশি সহোযোগিতায় স্থানীয়রা শিশুটির মৃতদেহ নদী থেকে উঠানো হয়।তবে অভিভাবকদের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।