লাখাইয়ে দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ফরিদ খান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব ইউনিয়নের গুনুপুর গ্রামে দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
নিহত ফরিদ খান (৮০) মৃত ছাবু মিয়া খানের ছেলে।
স্থানীয় সুত্রেজানায় নিহত ফরিদ খান ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার(১১ অক্টোবর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের স্বজনদের ও এলাকাবাসী সুত্রে জানা যায় লাখাই উপজেলার করাব ইউনিয়নের গুনিপুর গ্রামের তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে নুরুল আমীন খান গং ও সোরাব মিয়া গংদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হয়। নিহত ফরিদ খানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় উভয় পক্ষ লাখাই থানায় মামলা দায়ের করা হয়েছে।
বর্তমানে মামলা গুলি তদন্তাধীন রয়েছে। এ দিকে ফরিদ খানের নিহতের সংবাদ এলাকায় ছড়িয়ে পরলে ফরিদ খানের পরিবারের মাঝে নেমে আসে শোকের ছায়া। সরজমিনে গিয়ে দেখা গেছে গুনিপুর গ্রামের সোরাব মিয়ার পক্ষের লোকজন বাড়ি ঘর পুরুষ শূন্য হয়ে পড়েছে ।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, নিহতের সংবাদ পাওয়ার পর গুনিপুর গ্রামে আমার থানার পুলিশের উপ-পরিদর্শক(এসআই) জালাল আহমেদ ও আয়াত উল্যাহ সহ একদল পুলিশ ঘটনা স্থলে পাঠিয়েছি।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের লাশ এখনও ঢাকা থেকে বাড়িতপএসে পৌঁছে নাই। নিহতের লাশ বাড়ী নিয়ে আসার জন্য চেষ্টায় রয়েছে নিহতের লোকজন।
১০ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে
২১ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৩ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে
৫০ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে
৫৫ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫৭ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে
৫৭ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১০৪ দিন ১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে